রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত ৩ : ২। যদি মোট মুনাফার ৫% দাতব্য সংস্থায় দেয়ার পর রহিম ৮৫৫ টাকা মুনাফা পেল। মোট কত টাকা মুনাফা হয়েছিল?
A ১৪২৫ টাকা
B ১৫০০ টাকা
C ১৫৩৭ টাকা
D ১৬০০ টাকা
Solution
Correct Answer: Option B
মনেকরি,
মোট মুনাফা ১০০ টাকা
দাতব্য সংস্থায় দেয়ার পর
মুনাফা অবশিষ্ট থাকে = ১০০ - ১০০ এর ৫%
= ১০০ - ৫
= ৯৫ টাকা
রহিম ও করিমের বিনিয়োগের অনুপাত ৩ : ২
অনুপাতের যোগফল = ৩ + ২ = ৫
রহিম মুনাফা পাবে = ৯৫ এর ৩/৫
= ৫৭ টাকা
রহিম ৫৭ টাকা পায় যখন মোট মুনাফা ১০০ টাকা
রহিম ১ টাকা পায় যখন মোট মুনাফা ১০০/৫৭ টাকা
রহিম ৮৫৫ টাকা পায় যখন মোট মুনাফা (১০০ × ৮৫৫)/৫৭ = ১৫০০ টাকা