শব্দের প্রথমে বা আদিতে স্বরধ্বনি আসলে অর্থাৎ উচ্চারণ সহজ ও সরল করার জন্য যখন কোনো শব্দের আদিতে স্বরধ্বনি আসে তাকে আদি স্বরাগম বলে। সহজ ভাষায়, শব্দের শুরুতে স্বরধ্বনি আসলে তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন-
- স্কুল> ইস্কুল,
- স্টেশন> ইস্টিশন,
- স্পর্ধা> আস্পর্ধা,
- স্তাবল> আস্তাবল ইত্যাদি।