'স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো' এটি কোন প্রকার ভাবের উদাহরণ?
Solution
Correct Answer: Option B
'স্বাস্থ্যের প্রতি দ্ররষ্টি রেখো' এটি ভবিষ্যৎ কালে হটিত অনুজ্ঞা ভাবের উদাহরণ।
আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধা, আশীর্বাদ, ইত্যাদি সূচিত হলে তা ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয়। উদাহরণ-
তুমি কাল যেও,
মিথ্যা বলবে না,
মন দিয়ে পড় ইত্যাদি।