'কাজটি করে ফেলো'- এটি কোন কালের অনুজ্ঞা?

A বর্তমান

B অতীত

C ভবিষ্যৎ

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

'কাজটি করে ফেলো'- এটি বর্তমান কালের অনুজ্ঞা। এই বাক্য দ্বারা 'আদেশ' বুঝানো হয়েছে।
আদেশ অর্থে ভবিষ্যৎ কালের অনুজ্ঞা হলো- সদা সত্য কথা বলবে।
অতীতকালের কোনো অনুজ্ঞা হয় না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions