যে অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে?
Solution
Correct Answer: Option B
যে অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয় তাকে বদ্ধাক্ষর বলে।
- এখানে 'সকাল' শব্দটিতে 'স' মুক্তাক্ষর এবং 'কাল' বদ্ধাক্ষর। লক্ষ্যণীয়, শ অক্ষরের শেষে স্বরধ্বনি অ উচ্চারিত হয়। এই 'অ' ধ্বনি অনেক্ষণ টেনে পড়া যায়- সঅঅঅ... ।
- কিন্তু 'কাল' অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি 'ল' উচ্চারিত হয় যা টেনে পড়া যায় না, উচ্চারণ বন্ধ হয়ে যায়।