Correct Answer: Option C
ক) হাতের পাঁচ (শেষ সম্ভল)--এ টাকা কটিই ছিল আমার হাতের পাঁচ।
খ) হাতে হাতে (অবিলম্বে)--হাতে হাতে এ কাজের ফল পাবখ)হাতে হাতে (অবিলম্বে)--হাতে হাতে এ কাজের ফল পাবেন।
গ) হাতে খড়ি (বিদ্যারম্ভ)--এ মাসেই খোকার হাতে খড়ি হবে।
ঘ) হাতে কলমে (স্বহস্তে,কার্যকর ভাবে--হাতে -কলমে শিক্ষা কেতাবি শিক্ষার চেয়ে দীর্ঘস্থায়ী।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions