'পছন্দ হওয়া 'অর্থে রীতিসিদ্ধ প্রয়োগ কোনটি?

A গোঁ ধরা

B ম্যাও ধরা

C মনে ধরা

D পথ ধরা

Solution

Correct Answer: Option C

রীতিসিদ্ধ অর্থবাচকতা: প্রকৃতি-প্রত্যয়জাত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়।যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ অর্থের প্রতি লক্ষ রেখে কতগুলো শব্দ ব্যবহর করতে হয়।যেমন-
বাধিত - অনুগৃহিত বা কৃতজ্ঞ (রীতিসিদ্ধ)
তৈল - তিল জাতীয় বিশেষ কোনো শস্যের রস (রীতিসিদ্ধ)

অন্য উদারণঃ,
'হাত' শব্দের রীতিসিদ্ধ প্রয়োগঃ

ক) হাতের পাঁচ (শেষ সম্ভল)--এ টাকা কটিই ছিল আমার হাতের পাঁচ।

খ) হাতে হাতে (অবিলম্বে)--হাতে হাতে এ কাজের ফল পাবখ)হাতে হাতে (অবিলম্বে)--হাতে হাতে এ কাজের ফল পাবেন।

গ) হাতে খড়ি (বিদ্যারম্ভ)--এ মাসেই খোকার হাতে খড়ি হবে।

ঘ) হাতে কলমে (স্বহস্তে,কার্যকর ভাবে--হাতে -কলমে শিক্ষা কেতাবি শিক্ষার চেয়ে দীর্ঘস্থায়ী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions