Solution
Correct Answer: Option B
- জন ম্যাকার্থি (John McCarthy) কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI)–এর জনক হিসেবে পরিচিত।
- তিনি ১৯৫৬ সালে “Artificial Intelligence” শব্দটি প্রথম প্রবর্তন করেন এবং যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজে অনুষ্ঠিত এক সম্মেলনে এই ধারণাটিকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন।
- এছাড়া, তিনি LISP নামের প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করেন, যা AI গবেষণায় বহুল ব্যবহৃত হয়।