'চম্মআর' কোন ধরনের শব্দ? 

A তৎসম

B তদ্ভব 

C অর্ধ-তৎসম

D দেশি 

Solution

Correct Answer: Option C

অর্ধ-তৎসম শব্দ: যেসব শব্দ বাংলা ভাষায় মূল সংস্কৃত শব্দরূপে অবিকৃত নেই; অথচ পূর্ণ তদ্ভব রূপও প্রাপত হয়নি, লোকের মুখে শৃঙ্খলাহীনভাবে ভেঙ্গে খুব সহজে উচ্চারিত হয়, সেগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলা হয়।
যেমন:
- গিন্নী,
- গেরাম,
- বোষ্টম,
- ছেরাদ্দ,
- কুচ্ছিত,
- চম্মআর,
- ভত্ত,
- লোণ,
- হত্থ,
- খিদে,
- চন্দর,
- নেমন্তন্ন,
- পত্তর,
- পিরিতি,
- মিত্তির,
- সুরুজ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions