ঢাকা থেকে টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় ___সালে
A ১৯৬২
B ১৯৬৪
C ১৯৬৫
D ১৯৬৬
Solution
Correct Answer: Option B
পটভূমি ও ক্রমবিবর্তন বাংলাদেশ টেলিভিশন বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন। ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে এর যাত্রা শুরু হয়। তৎকালীন ডি আই টি ভবনের (বর্তমানে রাজউক কার্যালয়) দুটি কক্ষে মাত্র ৩ ঘন্টা চলতো এর সম্প্রচার কার্যক্রম।