'বাঙালি' জাতীয়তাবাদের পরিবর্তে 'বাংলাদেশী' জাতীয়তাবাদ প্রবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে?
A চতুর্থ
B অষ্টম
C পঞ্চম
D দশম
Solution
Correct Answer: Option C
বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী বিল ১৯৭৫ - এর মাধ্যমে 'বাঙালী জাতীয়তাবাদ '-এর পরিবর্তে 'বাংলাদেশী জাতীয়তাবাদ' করা হলেও সংবিধানের পঞ্চদশ সংশোধনী ২০১১ -এর মাধ্যমে আবার তা বহাল করা হয়।