A state is Born ' প্রামাণ্য চিত্রের পরিচালক-
A তারেক মাসুদ
B জহির রায়হান
C হুমায়ুন আহমেদ
D ব্রেন টাগ
Solution
Correct Answer: Option B
A state is Born ' প্রামাণ্য চিত্রের পরিচালক 'এ স্টেট ইজ বর্ন'। তাঁর পরিচালিত অপর প্রামাণ্যচিত্র- Stop Genocide । এটি মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে নর্মিত ২০ মিনিটের প্রামাণ্যচিত্র।