কোন বাক্যে ক্রিয়া বিশেষণের উদাহরণ আছে?
A দিন ভালো যাচ্ছে না
B জিনিসটা সাবধানে রাখ
C সেদিন অত্যন্ত চমৎকার কথা শুনিলাম
D ক + খ
Solution
Correct Answer: Option D
যে বিশেষণ পদ বাক্যের ক্রিয়াপদের গুণ, অবস্থা, প্রকৃতি ইত্যাদি নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে।
যেমন:
- তাড়াতাড়ি চল।
- দিন ভালো যাচ্ছে না।
- জিনিসটা সাবধানে রাখ।