ওকে দিয়ে এ কাজ হবে না। বাক্যটিতে 'দিয়ে' কোন অব্যয়?

A বাক্যালঙ্কার 

B অনুসর্গ 

C অনুকার 

D অনন্বয়ী

Solution

Correct Answer: Option B

- যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের পরে বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে তাদের অনুসর্গ অব্যয় বলে।
- অনুসর্গ অব্যয় পদান্বয়ী অব্যয় নামে পরিচিত।
- যেমন: ওকে 'দিয়ে' এ কাজ হবে না।

- অনুসর্গ অব্যয় দুই প্রকার।
- যথা: বিভক্তিসূচক অব্যয় এবং বিভক্তিরূপ্র ব্যবহৃত অনুসর্গ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions