রকস মিউজিয়াম কোথায় অবস্থিত?
A ঠাকুরগাঁও
B সিলেট
C রংপুর
D পঞ্চগড়
Solution
Correct Answer: Option D
বাংলাদেশের একমাত্র পাথর যাদুঘর বা রক মিউজিয়াম রয়েছে পঞ্চগড় শহরের মহিলা কলেজটিতে। ১৯৯৭ সালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের তৎকালীন অধ্যক্ষ নাজমুল হকের প্রচেষ্ঠায় পাথর জাদুঘরটি গড়ে ওঠে। এখানে পঞ্চগড়ে পাওয়া বিভিন্ন প্রকারের পাথর সংগ্রহ করে রাখা হয়েছে।