বাংলাদেশ WTO-এর সদস্যপদ লাভ করে কত সালে?
A ১৯৯৩ সালে
B ১৯৯৫ সালে
C ২০০১ সালে
D ২০০৫ সালে
Solution
Correct Answer: Option B
WTO - এর পূর্ণরুপ World Trade Organization । এর পূর্ব নাম GATT। সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৮ সালের ১ জানুয়ারি। ১৯৯৫ সালের ১ জানুয়ারি এর নামকরণ করা হয় WTO । সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় । ১ জানুয়ারি ১৯৯৫ বাংলাদেশ ডব্লিউিটও-এর ২৮ তম সদস্যপদ লাভ করে।