পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে কি বলে?

A ব্যঞ্জন বিকৃতি

B ব্যঞ্জনচ্যুতি

C অন্তর্হতি

D ব্যঞ্জন বিপর্যয়

Solution

Correct Answer: Option C

- পদের বা শব্দের মাঝখান থেকে কোনো ব্যঞ্জনধ্বনি হারিয়ে যাওয়া বা লোপ পাওয়াকে অন্তর্হতি বলে।
উদাহরণ:
- আলাহিদা > আলাদা (এখানে মাঝখানের ‘হ’ লোপ পেয়েছে)।
- ফলাহার > ফলার (এখানেও ‘হ’ লোপ পেয়েছে)।

সতর্কতা: যদি পাশাপাশি দুটি সম-উচ্চারণের ব্যঞ্জনধ্বনির একটি লোপ পায়, তবে তাকে বলে ‘ব্যঞ্জনচ্যুতি’ (যেমন: বড়দিদি > বড়দি)। কিন্তু সাধারণ কোনো ব্যঞ্জন লোপ পেলে তা ‘অন্তর্হতি’।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions