পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (মে, ২০২৫) সামরিক বিমান হামলা পরিচালনা করে?

A এবোটাবাদ

B কোটলি

C কোয়েটা

D গিলগিট

Solution

Correct Answer: Option B

[Note] পরীক্ষায় আসা মূল্য প্রশ্নটি ছিল: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
- ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) গাড়ি বহরে এক জঙ্গি হামলায় ৪০ জন নিহত হয়।
- এ ঘটনার প্রতিশোধ নিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ভারত তার বিমানবাহিনীর ১২টি মিরেজ-২০০০ যুদ্ধ বিমানের সাহায্যে পাল্টা হামলা চালায়।
- এ হামলা চালাতে যাওয়া ভারতের যুদ্ধ বিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তান আটক করলেও কোনো শর্ত ছাড়াই ১ মার্চ, ২০১৯ পাকিস্তান তাকে মুক্তি দেয়।
- উল্লেখ্য, বালাকোট সত্যিকার অর্থে ভৌগোলিকভাবে খাইবার পাখতুন খাওয়া প্রদেশের মানসেহরা জেলায় অবস্থিত, যা পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের সীমান্তবর্তী।
- এবোটাবাদ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি জেলা, যেখানে ২ মে, ২০১১ যুক্তরাষ্ট্রের সৈন্যরা লাদেনকে হত্যা করে। কোয়েটা বেলুচিস্তান প্রদেশের রাজধানী। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি অংশ গিলগিট- বালতিস্তানের রাজধানী হলো গিলগিট।

[আপডেট]
- ২০২৫ সালে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদ এবং কোটলি অঞ্চলে সামরিক বিমান হামলা পরিচালনা করে।
- এই সামরিক অভিযানটি "অপারেশন সিন্দুর" নামে পরিচিত ছিল।
- ভারত দাবি করে যে, এই হামলাগুলো পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর (যেমন, লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদ) প্রশিক্ষণ শিবির এবং অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।

- বিশেষত, মুজাফফরাবাদ এবং কোটলির পাশাপাশি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কিছু অংশেও হামলা চালানো হয়।
- ভারতীয় সামরিক বাহিনী এই হামলাগুলোকে "ফোকাসড এবং মেজারড" বলে অভিহিত করে এবং দাবি করে যে, এগুলো শুধুমাত্র সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছিল, কোনো বেসামরিক বা সামরিক স্থাপনা নয়।

- পাকিস্তান এই হামলাগুলোকে "যুদ্ধের কাজ" বলে অভিহিত করে এবং পাল্টা প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় যে, এই হামলায় বেসামরিক লোকজন হতাহত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions