'বিশেষত' শব্দটি কত মাত্রার?

A

B

C

D

Solution

Correct Answer: Option B

মাত্রা মানে পরিমাপক। অর্থাৎ অক্ষরের পরিমাপক হচ্ছে মাত্রা। এখানে, বিশেষত > বি+শে+ষ+ত= ৪ মাত্রা। আবার, চটপট> চট+ পট= ১+১= ২ মাত্রা। উল্লেখ্য, বিভিন্ন ছন্দে অক্ষরের মাত্রা মান ভিন্ন ভিন্ন হয়। যেমন- স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর উভয়েই ১ মাত্রা বহন করে। আবার মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর ১ ও বদ্ধাক্ষর ২ মাত্রা বহন করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions