একটি শব্দ একাধিক অর্থে মাত্র একবার ব্যবহারের ফলে যে অলঙ্কারে সৃষ্টি হয় তাকে কি বলে?
A যমক
B অনুপ্রাস
C পুনরুক্তবদাভাব
D শ্লেষ
Solution
Correct Answer: Option D
একটি শব্দ একাধিক অর্থে মাত্র একবার ব্যবহারের ফলে যে অলঙ্কারে সৃষ্টি হয় তাকে শ্লেষ বলে। যেমন- 'মাথার উপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে।' এখানে কবি কাজী নজরুল ইসলাম 'রবি' বলতে সূর্য ও রবীন্দ্রনাথকে বুঝিয়েছেন। এর প্রকার দুটিঃ
- সভঙ্গশ্লেষ ও
-অভঙ্গশ্লেষ।