বাংলা উপসর্গ হিসেবে 'আ' এর ব্যবহার কোনটি?

A আকণ্ঠ

B আভাস

C আগমন

D আগাছা

Solution

Correct Answer: Option D

বাংলা উপসর্গ হিসেবে 'আ' এর ব্যবহারঃ আধোয়া, আকাঁড়া, আলুনি, আগাছা।
সংস্কৃত/তৎসম উপসর্গ হিসেবে 'আ' এর ব্যবহার ঃ আকণ্ঠ, আসমুদ্র, আভাস, আগমন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions