'যার কোনো উপায় নেই'- এক কথায় প্রকাশ কী?

A অনুপায়

B নাচার

C অনন্যোপায়

D নিরুপায়

Solution

Correct Answer: Option D

• যার কোনো উপায় নেই- নিরুপায়

• আরোও কিছু এককথায় প্রকাশঃ 
- যা দীপ্তি পাচ্ছে = দেদীপ্যমান,
- যা বলা হচ্ছে = বক্ষ্যমাণ,
- যা উপলব্ধি করা যাচ্ছে = উপলভ্যমান।
- যা বিনা যত্নে লাভ করা গিয়েছে- অযত্বলন্ধ।
- যা মর্ম স্পর্শ করে- মর্মস্পর্শী।
- যা সম্পন্ন করতে বহু ব্যয় হয়- ব্যয়বহুল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions