Solution
Correct Answer: Option B
- যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
- যেমন: ছুটি, গোলাপ, নাক, লাল, তিন, গাছ, পাখি, ফুল, হাত ইত্যাদি।
অন্যদিকে,
- দ্বীপ (দ্বী+অপ্+অ), কাব্য (√কব্+য) ও মেঘ (√মিহ্+অ) হলো সাধিত শব্দ।