শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলে? 

A অপিনিহিতি 

B বিপ্রকর্ষ 

C ধ্বনি বিপর্যয়

D অভ্যস্বরাগম 

Solution

Correct Answer: Option C

শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমনঃ
- ইংরেজি বাক্‌স > বাংলা বাস্‌ক,
- পিশাচ > পিচাশ,
- রিকসা্‌ > রিস্‌কা, 
- জাপানি রিক্‌সা > বাংলা রিস্‌কা,
- লাফ > ফাল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions