The term 'Secondary Market' is commonly used as-
Solution
Correct Answer: Option C
- শেয়ার বাজার (stock market) হলো এমন একটি প্লাটফর্ম যেখানে স্টক একচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা হয়। একে পুঁজি বাজারও বলা হয়।
- সাধারণত প্রাইমারি বাজার (Primary market) ও সেকেন্ডারি বাজার (secondary market) এ দুটির মাধ্যমে শেয়ার লেনদেন করা হয়ে থাকে।
- একটি কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রস্তাব করে, সে বাজারকে প্রাথমিক বাজার বলে।
- আর সেকেন্ডারি বাজার হলো একটি আর্থিক বাজার যেখানে প্রাথমিক বাজারের মাধ্যমে ইস্যুকৃত শেয়ার বার বার লেনদেন হয়।