শ্রীলংকার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কী?
Solution
Correct Answer: Option C
- শ্রীলংকার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম ড. হরিনী অমরসুরাইয়া।
- তার রাজনৈতিক দলের নাম ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)।
- ২৫ সেপ্টেম্বর, ২০২৪ শ্রীলংকার ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
উল্লেখ্য সিরিমাভো বন্দরনায়েকে (প্রথম) এবং তার মেয়ে সিরিমাভা বন্দরনায়েকে কুমারতুঙ্গা (দ্বিতীয়) দেশটির নারী প্রধানমন্ত্রী ছিলেন।