বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?

A আলমগীর কবির

B খান আতাউর রহমান

C হুমায়ূন আহমেদ

D সুভাষ দত্ত

Solution

Correct Answer: Option A

নির্মাতা বা পরিচালক ঃচলচ্চিত্র
_________________________________________________________
- চাষী নজরুল ইসলাম :ওরা ১১ জন (মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ),ধ্রুবতারা ,হাঙ্গর নদী গ্রেনেড ,সংগ্রাম ,মেঘের পড়ে মেঘ
খান আতাউর রহমান:আবার তোরা মানুষ হ ,এখনও অনেক রাত।

- সুভাষ দত্ত :অরুণোদয়ের অগ্নিসাক্ষী
- হুমায়ুন আহমেদ :আগুনের পরশমণি ও শ্যামল ছায়া
- আলমগীর কবির:ধীরে বহে মেঘনা
- তানভীর মোকাম্মেল :নদীর নাম মধুমতি,রাবেয়া ,চিত্রা নদীর পাড়ে
- তারেক মাসুদ:মাটির ময়না (অস্কার মনোনয়নপ্রাপ্ত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র )

- নাসিরউদ্দিন ইউসুফ:গেরিলা  (সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে )

- খিজির হায়াত খান:অস্তিত্বে আমার দেশ (বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনী অবলম্বনে )

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions