ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? (তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন)

A ইস্টানা আইল্যান্ড

B সেনার আয়ল্যান্ড

C ম্যারিনা বে

D সেন্তোসা

Solution

Correct Answer: Option D

সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে ২০১৮ সালের ১২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুরের মূল ভূখণ্ডের কাছে অবস্থিত দ্বীপটি ৫০০ হেক্টর জায়গার ওপর গড়ে ওঠা । ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের আত্মসমর্পণের পর সিঙ্গাপুর জাপানের হাতে চলে যায়। তখন জাপানিরা এ দ্বীপটিকে ‘সায়োনান’, অর্থাৎ ‘দক্ষিণের আলো’ নামে নতুন নামকরণ করে। ১৯৭০ সালে সিঙ্গাপুর সরকার দ্বীপটির নাম পরিবর্তন করে রাখে 'সেন্তোসা', যার অর্থ 'সন্ধি ও শান্তি'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions