শক্তিশালী পাসপোর্ট সূচক- ২০২৫ অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?

A ৯৩তম

B ৯৫তম

C ১০০তম

D ১০১তম

Solution

Correct Answer: Option A

হেনলি পাসপোর্ট সূচক ২০২৫ 

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত- 
প্রতিবেদন অনুযায়ী— 

♦ সবচেয়ে শক্তিশালী পাসপোর্টসিঙ্গাপুর (১৯৩টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার)
♦ সবচেয়ে দুর্বল পাসপোর্টআফগানিস্তান (২৫টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার) 
♦ বাংলাদেশের অবস্থান৯৩তম স্থানে রয়েছে। এটি গত বছরের তুলনায় চার ধাপ উন্নতি করেছে, কারণ ২০২৪ সালে বাংলাদেশ ৯৭তম স্থানে ছিল। তবে, ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া দেশের সংখ্যা কমে ৩৯টি হয়েছে, যা ২০২৪ সালে ছিল ৪২টি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions