'অজানা' শব্দে 'অ' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Solution
Correct Answer: Option B
- বাংলা উপসর্গ মোট ২১ টি।
- তন্মধ্যে "অ" উপসর্গটি একটি।
- " অ" উপসর্গটি নিন্দিত, অভাব, ক্রমাগত ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। যেমন:যেমন:
- নিন্দিত অর্থে - অকেজো, অচেনা।
- অভাব অর্থে - অচিন, অজানা, অপিচ।
- ক্রমাগত অর্থে - অঝোর, অঝোরে।