বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

A    সিলেটের বনভূমি

B    পার্বত্য চট্টগ্রামের বনভূমি

C    ভাওয়াল ও মধূপুরের বনভূমি

D    খূলনা-বরিশাল ও পটুয়াখালীর বনভূমি

Solution

Correct Answer: Option C

গজারির অপর নাম শাল। গাছ কাটার পর গোড়া থেকে চারা গজানোর কারণে এর নাম গজারি হয়েছে মনে করা হয়। বাংলাদেশ, ভারত, নেপাল ও মিয়ানমারে এ গাছ জন্মায়। আমাদের ভাওয়াল ও মধুপুরের গাজারি বনই দেশের বৃহত্ পত্রঝরা বনাঞ্চল। লাল মাটির পাহাড়, ছোট ছোট টিলা জমিতে গজারি ভালো জন্মে। তবে পানিতে এ গাছ বেশিদিন বাঁচে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions