কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?

A শুক্র

B মঙ্গল

C পৃথিবী

D বুধ

Solution

Correct Answer: Option A

শুক্র গ্রহ:
- শুক্র গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ।
- এই পার্থিব গ্রহটিকে অনেক সময় পৃথিবীর "বোন গ্রহ" বলে আখ্যায়িত করা হয়, কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার-আচরণে বড় রকমের মিল রয়েছে।
- এই গ্রহটি যখন সকাল বেলায় পৃথিবীর আকাশে উদিত হয় তখন একে লুসিফার বা শয়তান নামেও ডাকা হয়ে থাকে।
- বাংলায় সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যাতারা বলে ডাকা হয়ে থাকে।
- এর কোনো উপগ্রহ নাই।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions