বাংলাদেশের ২০২৫-২৬ অর্থবছরে বাজেটে(প্রস্তাবিত) জিডিপির প্রবৃদ্ধির হার কত?
A ৫.৬৮%
B ৯.৯৪%
C ৭.৬৬%
D ৫.৫%
Solution
Correct Answer: Option D
নতুন অর্থবছরের (২০২৫-২৬)বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- বাজেট অনুমোদনকারী সংস্থা: উপদেষ্টা পরিষদ।
- উপদেষ্টা পরিষদের প্রধান: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
- বাজেট উপস্থাপনকারী: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট প্রস্তাব উপস্থাপনের তারিখ: ২ জুন [২০২৫]।
- চলতি অর্থবছরের (২০২৪-২৫) মূল বাজেট: ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
- নতুন অর্থবছরের বাজেট (৭ লাখ ৯০ হাজার কোটি টাকা) চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে: ৭ হাজার কোটি টাকা কম।
- নতুন অর্থবছরের বাজেট (৭ লাখ ৯০ হাজার কোটি টাকা) চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে: ৬.১৮ শতাংশ বেশি।
- নতুন অর্থবছরের বাজেট মোট জিডিপির: ১২.৬৫ শতাংশ।
- নতুন অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫ শতাংশ।
- উন্নয়ন ব্যয় (নতুন অর্থবছর): ২ লাখ ৪৫ হাজার ৬০৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে ব্যয়: ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।