উত্তর ও দক্ষিন কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?

A ডুরান্ড লাইন

B ৩৮ তম অক্ষরেখা

C ম্যাজিনো রেখা

D ম্যাকমোহন

Solution

Correct Answer: Option B

- উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা হিসেবে পরিচিত হলো ৩৮ তম অক্ষরেখা (38th Parallel)।
- ১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধের পর এই রেখা দুই কোরিয়াকে বিভক্ত করে।
- এটি একটি ভৌগোলিক অক্ষরেখা, যা উত্তর গোলার্ধের ৩৮ ডিগ্রি অক্ষাংশ বরাবর বিস্তৃত।

- এই রেখার উত্তর দিকে উত্তর কোরিয়া এবং দক্ষিণ দিকে দক্ষিণ কোরিয়া অবস্থিত। তাই, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা হলো ৩৮ তম অক্ষরেখা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions