জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে-
A শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
B সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
C সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
D দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
Solution
Correct Answer: Option C
- বাংলাদেশে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় ২০১২ সালে।
- মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে একটি কমিটি এই কৌশলটি প্রণয়ন করে।
- কৌশলটিতে রাষ্ট্রীয় কর্মচারীদের পেশাগত আদর্শ, মূল্যবোধ, আচরণ ও কর্তব্যবোধ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে।