বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি?
A কাঞ্চন
B কালীগঙ্গা
C কপোতাক্ষ
D করতোয়া
Solution
Correct Answer: Option D
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। - এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। - ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। - এটি বর্তমানে বগুড়া জেলায় অবস্থিত। - বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম করতোয়া
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions