ব্যতিক্রম ধর্মী কিছু এক কথায় প্রকাশ:
» ক্রমাগত অশ্রু ঝড়ছে এমন = গলদশ্রু।
» ইসলামী শাস্ত্র অনুযায়ী নির্দেশ = ফতোয়া।
» ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি = ঋত্বিক।
» গরুর চোখের মতো ছোট বাতায়ন = গবাক্ষ।
» ভিতর থেকে গোপনে ক্ষতিসাধন = অন্তর্ঘাত।
» যাহার স্বাদ পূর্বে লওয়া হয় নাই = অনাস্বাদিতর্পূব।
» দ্বিতীয়বার বিবাহিত পুরুষের জীবিতা প্রথমা স্ত্রী = অধিবিন্না।
» কাজে যাহার অভিজ্ঞতা আছে = করিতকর্মা।