প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে প্রনালী-
A পক প্রনালী
B পানামা প্রণালী
C জিব্রাল্টার প্রনালী
D মালাক্কা প্রনালী
Solution
Correct Answer: Option B
-পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে।
-এটি পৃথিবীর গভীরতম খাল।
-পানামা খাল দৈর্ঘ্যে ৮২ কিলোমিটার এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে বিচ্ছিন্ন করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।