'ত্রিশক্তির সংঘর্ষ' হয়েছিল কোন পাল রাজার শাসনামলে?
A গোপাল
B রামপাল
C মহীপাল
D ধর্মপাল
Solution
Correct Answer: Option D
প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসে বর্তমান উত্তরপ্রদেশের ফারুদাবাদ জেলায় অবস্থিত ‘মহোদয়' বা 'কনৌজ’ একদা 'সাম্রাজ্যবাদের আসন ও প্রতীক'-এ পরিণত হয়েছিল। অষ্টম শতকে কনৌজ দখলের প্রশ্নে এক দীর্ঘস্থায়ী ‘ত্রিশক্তি সংঘর্ষ' শুরু হয়েছিল। পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন গোপাল পুত্র ধর্মপাল। এই ত্রিশক্তি ছিল উত্তর ভারতের পালবংশ ও গুর্জর-প্রতিহার বংশ এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ। এই ত্রিশক্তি সংগ্রাম প্রায় দুইশত বৎসর স্থায়ী হয়েছিল। দীর্ঘস্থায়ী ত্রিশক্তি সংগ্রামের ফল ছিল সুদূরপ্রসারী। এর ফলে তিনটি শক্তিরই ক্ষতি হয়েছিল। দীর্ঘকাল সংগ্রামে লিপ্ত থাকার ফলে প্রত্যেকেরই সৈন্য ও অর্থক্ষয় ঘটেছিল। যুদ্ধের বিপুল ব্যয় সামাল দিতে প্রত্যেকেই জনগণের ওপর করের বোঝা বাড়াতে বাধ্য হয়েছিল। তা ছাড়া তিনটি শক্তির পারস্পরিক দ্বন্দ্বের সুযোগে সামন্ত রাজারা স্বাধীনতাকামী হয়ে উঠেছিল।