Solution
Correct Answer: Option B
- সিন্ধু নদ (Indus River) সরাসরি আরব সাগরে পতিত হয়েছে।
- এর উৎস তিব্বতের কৈলাস পর্বতমালায় এবং এটি ভারত ও পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে আরব সাগরে মেশে।
- সিন্ধু নদের উৎপত্তি চীনের তিব্বত মালভূমিতে কৈলাস পর্বতমালায় অবস্থিত সেংগে জাংবো নামক হিমবাহ থেকে। কারো কারো মতে, এর উৎস মানস সরোবর হ্রদের কাছে।
- এই নদ উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে প্রথমে ভারতের লাদাখ অঞ্চলে প্রবেশ করে।
- এরপর এটি পাকিস্তান-শাসিত কাশ্মীর ( গিলগিট-বালতিস্তান) এর মধ্যে দিয়ে যায়।
- নানগা পর্বত অতিক্রম করার পর এটি দক্ষিণ-পশ্চিম দিকে বাঁক নেয় এবং পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়।
- অবশেষে এটি করাচি শহরের কাছে আরব সাগরে পতিত হয়।