’বেরিং প্রনালী’ কোন দুটো মহাদেশকে পৃথক করেছে-
A আফ্রিকা ও রাশিয়া
B এশিয়া ও ইউরোপ
C আমেরিকা ও এশিয়া
D আফ্রিকা ও ইউরোপ
Solution
Correct Answer: Option C
- প্রণালীটি এশিয়া মহাদেশের অন্তর্গত রাশিয়ার পূর্বাংশ (সাইবেরিয়া) এবং উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যকে বিভক্ত করেছে।
- এটি উত্তরে চুকচি সাগর (উত্তর মহাসাগরের অংশ) এবং দক্ষিণে বেরিং সাগরকে (প্রশান্ত মহাসাগরের অংশ) সংযুক্ত করেছে।