কোনো বস্তুর সরণের হারকে কী বলে?

A দ্রুতি

B কাজ

C বেগ

D ভর

Solution

Correct Answer: Option C

- সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে বেগ (Velocity) বলা হয়।
- এটি একটি ভেক্টর রাশি, যার মান এবং দিক উভয়ই থাকে।
- সরণ হলো কোনো বস্তুর প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের মধ্যে সরলরেখায় অতিক্রান্ত দূরত্ব।

- দ্রুতি: দ্রুতি (Speed) হলো স্কেলার রাশি, যা কেবলমাত্র অতিক্রান্ত দূরত্বের হার নির্দেশ করে।
- কাজ: কাজ হলো বল এবং সরণের গুণফল। এটি বেগের সাথে সম্পর্কিত নয়।
- ভর: ভর হলো বস্তুতে থাকা পদার্থের পরিমাণ, যা বেগের সাথে সম্পর্কিত নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions