Solution
Correct Answer: Option B
- সারগাসো সাগর উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল।
- এটি বিশ্বের একমাত্র সাগর যার কোনো স্থলভাগ বা তীররেখা নেই।
- এটি চারটি স্রোত দ্বারা বেষ্টিত: পশ্চিমে উপসাগরীয় স্রোত, উত্তরে উত্তর আটলান্টিক স্রোত, পূর্বে ক্যানারি স্রোত এবং দক্ষিণে উত্তর নিরক্ষীয় স্রোত।
- সারগাসো সাগরে সারগাসাম নামের এক বিশেষ ধরণের সামুদ্রিক শৈবাল প্রচুর পরিমাণে দেখা যায়, যা এই সাগরের অন্যতম বৈশিষ্ট্য।
- এই সাগরের পানির ঘনত্ব এবং লবণাক্ততা অন্যান্য সাগরের তুলনায় বেশি।