Solution
Correct Answer: Option B
এক নজরে পদ্মা সেতু :
• অফিসিয়াল নাম : পদ্মা বহুমুখী সেতু
• সংযোগস্থল : মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
• ভিত্তিপ্রস্তর স্থাপন : ৪ জুলাই ২০০১।
• নির্মাণকাজ উদ্বোধন : ১২ ডিসেম্বর ২০১৫।
• দৈর্ঘ্য : ৬.১৫ কি.মি. (২০,১৭৭.১৭ ফুট)।
• প্রস্থ : ১৮.১০ মি. (৫৯.৩৮ ফুট)
• সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য : ৯.৩০ কি.মি.
• লেন : ৪টি
• স্প্যান : ৪১টি
• পিলার বা পিয়ার : ৪২টি
• সেতুর ভায়াডাক্টঃ ৩.১৮ কিলোমিটর।
• নদীশাসন হয়েছেঃ দুই পাড়ে ১২ কিলোমিটর
• পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতাঃ ৬০ ফুট
• রেললাইন স্থাপন হবেঃ নিচ তলায়।
• সেতুর আয়ুষ্কাল : ১০০ বছর
• ভূমিকম্পের সহনীয় মাত্রা : রিখটার স্কেল ৯