Solution
Correct Answer: Option C
- শুক্র গ্রহটি সৌরজগতের একমাত্র প্রধান গ্রহ যা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে।
- এটি "বিপরীতমুখী ঘূর্ণন" (Retrograde Rotation) নামে পরিচিত।
- শুক্র গ্রহের ঘূর্ণন দিকটি অন্যান্য গ্রহের থেকে আলাদা, কারণ সৌরজগতের বেশিরভাগ গ্রহ পশ্চিম থেকে পূর্বে ঘোরে।
- শুক্র গ্রহের এই অদ্ভুত ঘূর্ণন দিকের কারণ এখনও পুরোপুরি জানা যায়নি, তবে বিজ্ঞানীরা মনে করেন এটি অতীতে কোনো বিশাল সংঘর্ষের কারণে হতে পারে।