Solution
Correct Answer: Option A
- পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ভেনেজুয়েলার অ্যাঞ্জেল ফলস।
- এর উচ্চতা ৯৭৯ মিটার (৩,২১২ ফুট)।
- এটি Canaima National Park-এর Auyán-tepui পর্বত থেকে নিচে নেমে এসেছে।
- ভিক্টোরিয়া জলপ্রপাত বিশ্বের অন্যতম বৃহৎ জলপ্রপাত, কিন্তু উচ্চতম নয়।
- নায়াগ্রা জলপ্রপাত খুবই বিখ্যাত কিন্তু উচ্চতার দিক থেকে অনেক ছোট।