নাগার্নো-কারাবাখ কোন দুটি দেশের করিডোর?

A    আজারবাইজান-আর্মেনিয়া

B    আর্মেনিয়া-লাটভিয়া

C    কাজাখস্তান-আজারবাইজান

D    রাশিয়া-আর্মেনিয়া

Solution

Correct Answer: Option A

আজারবাইজানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছিটমহল নাগার্নো কারাবাখ নিয়ে ১৯৮৮ থেকে ৯৪ সাল অবধি জাতিগত আজেরি ও আর্মেনীয়দের মধ্যে লড়াই চলেছে । ১৯৯৪ সালে যুদ্ধবিরতি হলেও দুপক্ষ এখনও কোন শান্তি চুক্তি স্বাক্ষর করেনি। ছিটমহলটিতে বিভিন্ন সময়ে হামলা-পাল্টা হামলা হয়েছে। নগর্নো কারবাখের দুটো অংশ রয়েছে। জাতিগত আর্মেনীয়রা যেখানে সংখ্যাগরিষ্ঠ অংশের নাম কারাবাখ। লাইন অব কন্টাক্ট এ দুই অংশকে বিভক্ত করে রেখেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions