'হংস> হাঁস' কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Solution
Correct Answer: Option A
নাসিক্য ব্যঞ্জনধ্বনি ঙ, ঞ, ণ, ন, ম লোপ হওয়ার ফলে পূর্ববর্তী স্বরধ্বনি সানুনাসিক হলে, পরিবর্তঞ্জনিত এই প্রক্রিয়ার নাম নাসিক্যীভবন। উদাহরণ- ভণ্ড> ভাঁড়, গুম্ফ> গোঁফ, হংস> হাঁস ইত্যাদি।