বড়পুকুরিয়া কয়লা খনি আবিষ্কার হয় কবে?
A ১৯৮০
B ১৯৮১
C ১৯৮২
D ১৯৮৫
Solution
Correct Answer: Option D
বড়পুকুরিয়া কয়লাখনি বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লা খনি। এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে। এর আয়তন ৬.৬৮ বর্গ কিমি। মজুদের পরিমাব ৩৯০ মিলিয়ন মেট্রিকটন। এখানে বিটুমিনাস কয়লা পাওয়া যায়।