Solution
Correct Answer: Option B
গর্জনের কাঠ লালচে বাদামি রঙের। আলসার ও দাদ নিরাময়ে এ গাছের কষ ব্যবহৃত হয়। কাঠের তেল উৎকৃষ্টমানের জ্বালানি ও ঘুণ পোকা নিরাময়ে কাজে লাগে। মিয়ানমারে নৌকা তৈরিতে এ গাছের কাঠ ব্যবহার করা হয়। রেলের স্লিপার তৈরিতে এই কাঠ ব্যবহার করা হয়। তবে এখন কংক্রিটের স্লিপার বেশি ব্যাবহার হয়।