বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত অংশ?

A ১৫.৫৮%

B ১৯%

C ২০%

D ২৫%

Solution

Correct Answer: Option A

- পরিবেশ বিশেষজ্ঞদের মত অনুসারে, যে কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির ২৫% বনভূমি থাকা আবশ্যক।
- FAO এর মতে বাংলাদেশে বনভূমি রয়েছে মোট ভূমির ১১% (প্রায়)।
- বর্তমানে দেশে মোট আয়তনের ১৫.৫৮% শতাংশ বনভূমি রয়েছে (সূত্র- জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব ২০২৪)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions